শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রাস্তায় আবার নামার ঘোষণা দিয়ে ঘরে ফিরল শিক্ষার্থীরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরার ইকরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়কে চাপা দেওয়ার ঘটনায় বিচারের ও নিরাপদ সড়ক দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকালে প্রথমে ঢাকা ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় ঢাকা কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বি এফ শাহীন কলেজ (কুর্মিটোলা), সিটি কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা।

প্রায় চার ঘণ্টা ধরে চলা অবরোধে শিক্ষার্থীরা বিটিভিসংলগ্ন রামপুরা বাজার ও বনশ্রী-আফতাবনগর এলাকায় প্রবেশমুখে অবস্থান নিয়ে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়। রাস্তা বন্ধ করে নিরাপদ সড়ক, নাঈম ও মাইনুদ্দিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তায় চলাচলরত সব গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। খিলগাঁও থেকে বাড্ডা পর্যন্ত রাস্তার দুপাশে শত শত বাস বন্ধ করে রাখতে দেখা যায়।

পাশাপাশি শিক্ষার্থীরা রাস্তায় বের হওয়া বিভিন্ন ব্যক্তিগত গাড়ির কাগজ ও চালকের লাইসেন্স দেখে ছেড়ে দেয়। কোনো গাড়ির কাগজ বা চালকের লাইসেন্স না থাকলে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের মাধ্যমে মামলা অথবা নগদ জরিমানা করা হয়। রামপুরা ট্রাফিক বক্স সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো রামপুরার বিভিন্ন পয়েন্টে ১১ জন সার্জেন্ট কাজ করেছেন। তাঁরা সবাই শিক্ষার্থীদের নিয়ে আসা অভিযোগগুলো দেখে মামলা দিয়েছেন।

ছাত্রদের তল্লাশীর মুখে আটকে যান পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা। ছাত্রদের লাইসেন্স যাচাইয়ের সময়ে চালকের আসনে থাকা ওই পুলিশ কর্মকর্তা ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় তাঁর গাড়িটি ঘিরে নানা ধরনের স্লোগান দিতে থাকেন ছাত্ররা। পরে করোলা এক্সিও মডেলের গাড়িটিকে পুলিশ বক্সের পাশে রাখা হয়। অন্যদিকে পুলিশ সদস্য পরিচয়ে মোটরসাইকেল নিয়ে ছাত্রদের হাতে আটকে গেছেন বেশ কয়েকজন। তাঁদের কারও কাছে লাইসেন্স ছিল না, গাড়ির নম্বর প্লেট, কাগজসহ বিভিন্ন ধরনের অসংগতি পাওয়া যায়। ছাত্রদের হাতে আটকে যাওয়া সবাই মামলা কিংবা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন।

রামপুরা পুলিশ বক্সের সামনে কর্তব্য এক সার্জেন্ট বলেন, ‘অনেকেই পুলিশ পরিচয় ব্যবহার করে গাড়ি চালান। আজ তাঁরা ছাত্রদের হাতে আটকে গেছেন। আমরা নিয়ম অনুযায়ী মামলা অথবা জরিমানা করে ছেড়ে দিয়েছি।

রামপুরা পুলিশ বক্স এলাকায় কাজ করা র্যাকারের বিলের নামে জরিমানা আদায় করছিলেন হেলালুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত ২৫টিরও বেশি গাড়িকে র্যাকার বিল বা জরিমানা করা হয়েছে। জরিমানা দেওয়া চালকদের মধ্যে অনেকেই পুলিশ রয়েছেন। এদিকে সড়ক বন্ধ করে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জানিয়েছে, ‘নিরাপদ সড়ক নিশ্চিতের পাশাপাশি আমাদের আরও কিছু দাবি আছে। আমরা আগামীকাল বেলা ১১টার দিকে আবার রাস্তায় নামব। সেখানে সবাইকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড ও ড্রেস পরে আসতে বলা হয়।’
শিক্ষার্থীরা আরও জানিয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন এবং নিহত নাঈম ও মাইনুদ্দিন হত্যার বিচারসহ আরও কিছু দাবি তুলে ধরা হবে।
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ