শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ওয়ান্ডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

করোনার নতুন ধরন ধরা পড়েছে দক্ষিণ আফ্রিকায়। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ২০২২ নারী বিশ্বকাপ বাছাইপর্ব সেজন্য বাতিল করা হয়েছে। আইসিসি’র র‌্যাংকিংএ এগিয়ে থাকায় প্রথমবার পঞ্চাশ ওভারের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এছাড়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আগামী বছরের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান জায়গা নিশ্চিত করেছে। নয় দল নিয়ে জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হচ্ছিলো নারী বিশ্বকাপের বাছাইপর্ব।

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভালো করে বাংলদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশাল জয় পায় তারা। তবে তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে হেরে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আগামী উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে দশ দল। দলগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আয়ারল্যান্ড।

বাছাইপর্ব বাতিল ও বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের নাম জানিয়ে আইসিসি , ‘বাছাইপর্বের আয়োজন বন্ধ করে দিতে হওয়ায় আমরা খুবই হতাশ। করোনার নতুন ধরনের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। ক্রিকেটারদের তাই দেশে ফিরতে হচ্ছে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ