শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নরসিংদীর চেয়ারম্যান অস্ত্রসহ ঢাকায় গ্রেফতার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকিরকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।

সোমবার (২২ নভেম্বর) নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ শাহরিয়ার নরসিংদীর পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ রোববার দিবাগত রাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ফয়সাল আহমেদ নামে তার এক সহযোগীকেও পুলিশ আটক করে। তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।

গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে তিনি বাঁশগাড়ী ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের মো. আশরাফুল হক সরকার। তিনি ইতোপূর্বে বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলেন বলে এলাকাবাসী বিদ্রোহী প্রার্থী রাতুল হাসান জাকিরকে সমর্থন দেয়। এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন ভোর বেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং আহত হয় অন্তত ৩০ জন। এ ব্যাপারে রায়পুরা থানায় একাধিক মামলা দায়ের করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ