শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঘরের মাঠে খেলেও হারল লাল-সবুজের দল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ঘরের মাঠে খেলেও হেরে গেলো লাল-সবুজের দল। কিন্তু দেশের মাটিতে এর আগে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের সাক্ষী হয়নি। এবার মিরপুর শেরে বাংলায় হৃদয় ভাঙা হারে তেতো ও লজ্জার ওই স্বাদ পেলে টাইগাররা। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর মিরপুরে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জিততে জিততে হারে বাংলাদেশ। পরের ম্যাচে পাত্তা পায়নি টি-২০ ফরম্যাটে শক্তিশালী হয়ে ওঠা পাকিস্তানের বিপক্ষে। তবে শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে টাইগাররা। শেষ বলে হেরেছে মাহমুদুল্লাহ’র দল। পাকিস্তান তুলে নিয়েছে ৫ উইকেটের জয়। টস জিতে টানা তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাটিং করে বাংলাদেশ। কিন্তু সংগ্রহ বড় করতে পারেনি। শেষ ম্যাচে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ক্রিজে সেট হলেও বড় রান পাননি। ওপেনার নাজমুল শান্ত ৫ রানে ফিরে যাওয়ার পর নাঈম শেখ খেলেন ৫০ বলে ৪৭ রানের ইনিংস। দুই চার ও দুটি ছক্কা মারা নাঈম ইনিংসের ১৯তম ওভারে আউট হয়েও ফিফটি করতে পারেননি।

শেষ ম্যাচে দলে ঢুকে লোয়ার অর্ডারের শামীম পাটোয়ারিকে নামিয়ে দেওয়া হয় তিনে। তিনি খেলেন ২৩ বলে ২২ রানের এক ইনিংস। চারটি চারের মার দেখান শামীম। চারে নেমে বড় শট খেলতে পারা আফিফও টি-২০ সুলভ ব্যাটিং করতে পারেননি। তাঁর ব্যাট থেকে দুই ছক্কায় ২০ রান আসে। এছাড়া মাহমুদুল্লাহ ১৪ বলে ১৩ রান করেন। জবাব দিতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলী’র ব্যাটে সহজে লক্ষ্যের দিকে এগোচ্ছিলো পাকিস্তান। দলটির ওপেনার ও অধিনায়ক বাবর আজম (১৯ রান) টানা তিন ম্যাচে ব্যর্থ হন। তবে রিজওয়ান খেলেন ৪৩ বলে ৪০ রানের ভালো এক ইনিংস। হায়দার আলী’র ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৫ রান। কিন্তু শেষ দিকে দৃঢ়তা দেখানোয় রান তোলা কঠিন হয় পাকিস্তানের।শেষ ওভারে জয়ের জন্য ৮ রান দরকার ছিলো সফরকারীদের। প্রথম বলে ডট দেন শেষ ওভারে হাতে বল তুলে নেওয়া মাহমুদুল্লাহ। পরের দুই বলে তুলে নেন উইকেট। কিন্তু চতুর্থ বলে খান ছক্কা। পঞ্চম বলে আবার উইকেট হারায় পাকিস্তান। শেষ বলে ২ রান লাগবে এমন পরিস্থিতিতে চার মেরে দেন মোহাম্মদ নওয়াজ। বাংলাদেশের হয়ে এই ম্যাচে লেগ স্পিনার আমিনুল ইসলাম ও শহিদুল ইসলাম একটি করে উইকেট নেন। মাহমুদুল্লাহ শেষ ওভারে পান তিন উইকেট। পাকিস্তানের হয়ে ওয়াসিম খান ও উসমান কাদির দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট তুলে নেন হ্যারিস রউফ ও শাহনেওয়াজ দাহানি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ