শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক 

প্রথম ম্যাচের ধারা দ্বিতীয় ম্যাচেও অব্যাহত রেখেছে বাংলাদেশ। অল্প রানে প্রথম ম্যাচে কষ্টে জিতলেও দ্বিতীয় ম্যাচে টাইগারদের পাত্তা দিলো না পাকিস্তান। তুলে নিলো ৮ উইকেটের বিশাল জয়। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করলো টি-২০ সিরিজ। ব্যাট করতে নেমে বিশ্বকাপের মতো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেও দুই টাইগার ওপেনার ব্যর্থতার পথে হাঁটেন। সাইফ হাসান মুখোমুখি হওয়া শাহিন আফ্রিদি’র প্রথম বলেই ফেরেন। নাঈম ফিরে যান ২ রান করে। ওই বিপর্যয় নাজমুল শান্ত ও আফিফ ৪৬ রানের জুটি গড়ে সামাল দেন। কিন্তু দলকে তাঁরা ভালো সংগ্রহের পথে তুলে নিতে পারেননি। চারে নামা আফিফ ফিরে যান ২০ রান করে। শান্ত’র ব্যাট থেকে আসে ক্যারিয়ার সেরা ৪০ রান। মাহমুদুল্লাহ, শেখ মাহেদি ও নুরুল হাসানদের ব্যর্থতায় ১০৮ রানে আটকে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১ বল হাতে রেখে জয় তুলে নেন ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। তাঁরা গড়েন ৮৫ রানের অসাধারণ জুটি।

ওই জুটিতে পাকিস্তান ওপেনার রিজওয়ান-এর সংগ্রহ ৩৯। তিনি ৪৫ বলে চারটি চারে ওই ইনিংস খেলেন। ফখর জামান ধীরে শুরু করলেও পরে মেরে খেলেন। তিনি ৫১ বলে তিন ছক্কা ও দুই চারে ৫৯ রানের ইনিংস খেলেন। হায়দার আলী করেন ৬ রান। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মন জয় করা ফিল্ডিং করেছিলো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে পুরনো বাংলাদেশের চেহারা ফুটে উঠলো। লেগ স্পিনার আমিনুল বিপ্লবের বলে সাইফ ও তাসকিন ফেলে দেন সহজ দুই ক্যাচ।পাকিস্তানের পেসাররা দ্বিতীয় এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। শাহিন আফ্রিদি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। শাদাব খান ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। হ্যারিস রউফ ও ওয়াসিম খান একটি করে উইকেট পেলেও দুর্দান্ত বোলিং করেন। তারা ৩ ওভারে যথাক্রমে ৯ ও ১৩ রান দেন। বাংলাদেশের হয়ে তাসকিন-মাহেদি ও আমিনুল ৪ ওভার করে বল করলেও ব্রেক থ্রু দেওয়া মুস্তাফিজ ২.১ ওভার বোলিং করেন। ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ