শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিএনএস গ্রুপের চেয়ারম্যান কারাগারে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী থানায় করা মানিলন্ডারিং আইনের মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বুলু।

তারপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী ওয়ালিউল ইসলাম সজীব। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে বুলুকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

গত বছরের ১৩ আগস্ট বনানী থানার মানিলন্ডারিং আইনে সিআইডির পরিদর্শক হারুন উর রশিদ মামলাটি করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি বুলু।

মামলার বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, বুলুর ভাই আমির হোসেন মধ্যেপ্রাচ্যে কৃষিপণ্যের ব্যবসা করতেন। সেখানে বুলুর সহযোগী প্রতিষ্ঠান আমির ফুড প্রডাক্টস লিমিটেডের নামে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৯৯ লাখ টাকার পণ্য পাঠানো হয়। সেখান থেকে ১২ লাখ টাকা হুন্ডির মাধ্যমে বুলুর ব্যাংক হিসাবে জমা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ