শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কক্সবাজারে গাঁজার ক্ষেত ধ্বংস, রাঙামাটিতে কোটি টাকার আইস জব্দ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
পর্যটন শহর ক্সবাজারের টেকনাফ থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভয়ংকর মাদক আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

অন্যদিকে রাঙামাটিতে একটি গাঁজার ক্ষেত ধ্বংস করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। রোববার (১৪ নভেম্বর) রাতে র‌্যাব-৭ এর একটি দল অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে মো. ছাবের নামে একজনকে আটক করে র‌্যাব। তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৯৯৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এবং ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে র‌্যাব-৭ এর অভিযানে রাঙামাটি জেলার কাউখালী থানাধীন যেবাছড়ি এলাকা থেকে আনুমানিক ৮ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিশাল এক গাঁজার ক্ষেত ধ্বংসসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার সকালে অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে জ্যোতিমান চাকমা নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার চাষকৃত ৫ একর গাঁজার ক্ষেত ধ্বংস করে। ধ্বংসকৃত গাঁজার আনুমানিক ওজন ৫,৫০০ কেজি। এর মূল্য ৮ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ