শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জেলহত্যার রায় কার্যকরে সর্বোচ্চ চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় বিচারের রায় কার্যকরে সর্বোচ্চ চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষে পুরান ঢাকার নাজীম উদ্দিন রোডের পুরাতন কারাগারে অবস্থিত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মতো জেলহত্যাকে ঘৃণ্যতম মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী, ‘এগুলো কারা ঘটিয়েছে তা সবাই জানে। অনেক হত্যাকারীদের বিচার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার সামরিক আদালতে করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার প্রচলিত বিচারব্যবস্থায় হয়েছে এবং তাদের ফাঁসি হয়েছে।’

আসাদুজ্জামান খানের ভাষ্য, ‘১৯৭৭ সালে জিয়াউর রহমান সেনা বিদ্রোহের নামে যে শত শত লোককে হত্যা করেছে, সেটিও একটি ন্যাক্কারজনক ঘটনা। ওই ঘটনায় নিহতদের পরিবার এখনও আহাজারি করে। তারা জানতে চায়, তাদের বাবা-স্বামীকে কেন ও কীভাবে হত্যা করা হয়েছে এবং তাদের কবর কোথায়। কোথায় তাদের দাফন করা হয়েছে তা এখনও কেউ জানে না। হত্যার পর মৃতদেহগুলো পরিবারের হাতে দেয়া হয়নি। এ বিষয়ে একটি রিট আবেদন রয়েছে হাইকোর্টে। আমরা রায়ের জন্য অপেক্ষা করছি। আমরা চাই, সকল দোষী ব্যক্তির বিচার যেন হয়। নিহতদের পরিবার যে আপিল করেছে তাতে আদালতে একটি দিকনির্দেশনা দেবেন বলে আমরা মনে করি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর পর ফুল দিয়ে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ তাজউদ্দীন আহমেদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজ, সিমিন হোসেন রিমি, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল করিম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমানসহ অনেকে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ