শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রাজধানীতে বাসের ধাক্কায় পারটেক্স কর্মকর্তা নিহত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও বিজয় সরণীতে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বশির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পারটেক্স গ্রুপের ফার্মগেট শাখার সিনিয়র হিসাবরক্ষক ছিলেন। দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছে। বাসটি জব্দ করেছে পুলিশ।

তেজগাঁও মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলিমুন রাজি জানান, রোববার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকেবিজয় সরণীর নব-থিয়েটারের সামনের রাস্তা পার হওয়ার সময় ‘বিকাশ পরিবহন’ বাস বশিরকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে এবং সেখান থেকে নিউরো সাইন্স ইনিস্টিউটে নেয়া হয়। ওই হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টা ৩৫মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, বশির সকালে নিজ কর্মস্থল ফার্মগেট মনিপুরি পাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।

ওই বাসটি জব্দ করা হয়েছে জানিয়ে এসআই আলিমুন জানান, দুর্ঘটনার পরপরই বাস ফেলে চালক পালিয়ে গেছে।

নিহতের চাচা আবু জাফর জানান, নিহত বশির উদ্দিন মাগুরা সদর উপজেলার পাথরা গ্রামের মৃত আফতাব উদ্দিন মোল্লাহ্ ছেলে। পরিবার নিয়ে মিরপুরের ইব্রাহিমপুরে থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ