শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ডিএমপি কমিশনার শফিকুল ও র‌্যাব প্রধান মামুনকে সচিব পদমর্যাদায় উন্নীত

spot_img
spot_img
spot_img

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম এবং র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সচিবের ( গ্রেড-১) পদমর্যাদা দিয়েছে সরকার।

মোহা. শফিকুল ইসলাম ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।মোহা. শফিকুল ইসলাম ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।অতিরিক্ত মহাপরিদর্শক র‌্যাংকধারী এই দুই কর্মকর্তা এতদিন জাতীয় বেতন স্কেলে গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পেয়ে আসছিলেন। এখন তাদের বেতন-ভাতা হবে গ্রেড-১ অনুযায়ী।

সরকারি বেতন স্কেল অনুযায়ী, গ্রেড-২ এ মূল বেতন ৬৬ হাজার টাকা, আর গ্রেড-১ এ মূল বেতন ৭৮ হাজার টাকা।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদটি জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার। তার মূল বেতন ৮২ হাজার টাকা।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শফিকুল ও আল-মামুনের চাকরি গ্রেড-১ এ উন্নীত করা হয়।

এতে বলা হয়, “বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১ এর দুটি সুপারনিউমারী পদ (অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে বিলুপ্তির শর্তে) অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়।”

এই সিদ্ধান্তের ফলে শফিকুল ও আল-মামুনের বেতন বাড়লেও তারা আগের পদেই থাকছেন।

শফিকুল বিসিএস পুলিশের অষ্টম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৮৯ সালে পুলিশে যোগ দেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জন্ম নেওয়া শফিকুল ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের দায়িত্ব পান।

আল-মামুনও ১৯৮৯ সালে পুলিশে যোগ দেন। র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার আগে সিআইডি প্রধানের পদে ছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ