শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

স্কটল্যান্ডের কাছে ৬ রানে বাংলাদেশের হার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে টাইগাররা। ফলে ৬ রানে জয় পায় স্কটল্যান্ড।

জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলে চার মেরে নিজের রানের খাতা খুললেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। পরের ওভারে জস ডেভির বলে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন ৫ বলে ৫ রান করে।
জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলে চার মেরে নিজের রানের খাতা খুললেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। পরের ওভারে জস ডেভির বলে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন ৫ বলে ৫ রান করে।
সৌম্যর বিদায়ের পর ৭ বলে মাত্র ৫ রানের করে হোয়াইলের বলে আউট হয়ে ফিরে যান ডানহাতি এই ব্যাটসম্যাস লিটন দাস। এই দুই জুটির পর বাংলাদেশের হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সাকিব ও মুশফিক। তৃতীয় উইকেট জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৪৭ রান।
কিন্তু গ্রিভসের বলে তুলে মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ আউট হন সাকিব আল-হাসান। ২৮ বলে ২০ রান করে ফিরে যান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সাকিবের বিদায়ের পর প্যাভিলিয়নের পথে হাঁটেন মুশফিক।
ভালো শুরু করা আফিফ হোসেনও আউট হয়েছেন ১২ বলে ১৮ রান করে। ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন ২২ বলে ২৩ রান করা মাহমুদউল্লাহ। শেষ দিকে শেখ মেহেদি ৫ বলে ১৩ রান করলেও বাংলাদেশকে জেতাতে পারেননি। স্কটল্যান্ডের হয়ে হোয়াইল তিনটি এবং গ্রিভস নিয়েছেন দুটি উইকেট।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ