মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

৩০ জুন পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন নতুন করদাতারা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

করদাতাদের আয়কর রিটার্ন ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নতুনদের জন্য বাড়তি সুযোগ দিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো যারা আয়কর রিটার্ন জমা দেবেন, তারা জরিমানা ছাড়াই আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময় পাবেন বলে জানিয়েছে এনবিআর।

এনবিআরের পক্ষ থেকে জারি করা আয়কর পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এনবিআরের আয়কর পরিপত্র থেকে জানা গেছে, ব্যক্তিপর্যায়ের যারা প্রথমবারের মতো আয়কর রিটার্ন জমা দেবেন, তারা জরিমানা ছাড়াই ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময় পাবেন। অর্থাৎ ওই সময়ের মধ্যে যেকোনো দিন তারা রিটার্ন দাখিল করতে পারবেন।

তবে, নতুন করদাতাদের বাড়তি এই সুযোগ পেলেও পুরাতন করদাতারা আগের মতই ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে।

সাধারণত, প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে ব্যক্তিগত করদাতাদের প্রতি মাসে ২ শতাংশ হারে জরিমানা দিতে হয়।

বর্তমানে দেশে ৭৮ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন; যার মধ্যে প্রায় ২৪ লাখ করদাতা নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ