শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

১১ কেজি স্বর্ণসহ চার বিমানযাত্রী আটক

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আসা চার যাত্রীকে আটক করা হয়েছে; যাদের সঙ্গে থাকা জুসার মেশিন ও আয়রনের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া গেছে ১১ কেজির বেশি সোনা।

সোমবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে এই যাত্রীরা আসেন বলে জানান সিলেট কাস্টমসের উপ-কমিশনার মো. আল আমিন।

আটককৃতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ, সিলেটের কানাইঘাট উপজেলার মকবুল আলী, মফিজ উদ্দিন ও সুলতান মাহমুদ।

কাস্টমস কর্মকর্তা আল আমিন বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এই উড়োজাহাজ সকাল ৯টায় ওসমানী বন্দরে অবতরণ করে। কাস্টমস কর্মকর্তারা গোপন খবর পান ওই উড়োজাহাজের যাত্রীদের কেউ কেউ বড় স্বর্ণের চালান নিয়ে এসেছেন।

“যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের গতিবিধি নজরে রাখি। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শেষে চারজনের দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। পরে একটি জুসার মেশিন ও আয়রনের ভেতর লুকানো অবস্থায় ১১ কেজি ২০০ গ্রাম সোনা মেলে। এর দাম প্রায় সাত কোটি টাকা।”

আটককৃতদের বিরুদ্ধে সোনা চোরাচালানের দায়ে বন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা মো. আল আমিন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ