শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

১০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বিএনপি সরকারের আমল ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে ১০ হাজার জনের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।

শনিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।

নুরুন্নবী চৌধুরী মুক্তিযোদ্ধার সংখ্যা এবং কতজন ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত হয়েছে তা জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৫৬০ জন। ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে যাদের নাম বেসামরিক গেজেটে প্রকাশিত হয়েছিল, যাচাই-বাছাই করে প্রায় ১০ হাজার বেসামরিক গেজেট বাতিল করা হয়েছে।’

বীর মুক্তিযোদ্ধাদের নতুন অন্তর্ভুক্তি এবং অভিযুক্ত ব্যক্তিদের নাম বাতিল সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান বলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উল্লেখ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ