শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

হোম অব ক্রিকেটে মাশরাফী

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
দীর্ঘদিন ধরে দলের বাইরে রয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। গত বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডেতে এখনও অবসর নেননি তিনি। তবে বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনার কারণে দলে জায়গা হারান তিনি।

মাশরাফী সবশেষ দেশীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেছিলেন। এক ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন তিনি।

এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার প্রত্যাশা থাকলেও বয়স ও দীর্ঘ পরিকল্পনার অজুহাতে তাকে দলের বাইরে রাখা হয়।

এরপর অনেকগুলো সিরিজ খেলেছে বাংলাদেশ। সাফল্য, ব্যর্থতা সবই এসেছে কিন্তু তার আর দলে ফেরা হয়নি। আদৌ তাকে ঘিরে হয়তো আর কোন পরিকল্পনা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তবে মাঠের ক্রিকেটে নিজেকে আরও কয়েকবছর ধরে রাখতে চান তিনি।

দীর্ঘ কয়েক মাস করোনার কারণে মিরপুরে ক্রিকেটারদের আসা-যাওয়া সীমিত ছিল। অনেকেই বায়ো-বাবলের কারণে আসতে পারেননি। অবশেষে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল মাঠে ফিরছেন ক্রিকেটাররা। তাদের মতো আজ শনিবার হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের সবুজ ঘাসে পা রেখেছেন মাশরাফীও।

সন্তানদের নিয়ে মাঠে আসার দুটি ছবি ফেসবুকে শেয়ার করে স্টেডিয়ামের ইমুজি দিয়ে মাশরাফী লিখেছেন, ‘যেটাকে আমি ধারণ করি সেখানে অনেক দিন পর…অনেকগুলো স্মৃতি মাথায় চলে আসছে…।’

আসলেই তো তাই আজকের মাশরাফীর যত অর্জন তার সবই লিখা আছে এই মাঠে। এখানেই তৈরি হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ