মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

হেফাজতের মামুনুল কারাগারে

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
খুলনায় হেফাজতে ইসলামীর সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে কারাগার থেকে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালতে হাজির করা হয় মামুনুল হককে।

এর আগে, গত শুক্রবার বিকেল পাঁচটায় কাশিমপুর কারাগার থেকে পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয় মামুনুলকে।

আদালত সূত্র জানায়, নগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ জানান, বেলা ১১টার দিকে হেফাজত নেতা মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়। আজ সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন ছিল। সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর শাহ আলম আদালতে জামিনের আবেদন করেন। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে মামুনুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামুনুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাঙচুর এবং সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ