মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

হাদিসুরকে শেষ বিদায়

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নিহত নাবিক হাদিসুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সোমবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সে বরগুনার বেতাগীতে পৌঁছায় হাদিসুরের মরদেহ। এলাকার জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত হন।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিসুরের মরদেহবাহী টার্কিশ এয়ারের ফ্লাইটটি পৌঁছে।

হাদিসুরকে দাফন দিতে নিয়ে যাওয়ার সময় স্বজনের আহাজারি

তার আগের দিন অর্থাৎ রোববার (১৩ মার্চ) হাদিসুরের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারওয়েজের ফ্লাইটটি রোমানিয়ার বুখারেস্ট থেকে ছাড়ে। তবে ইস্তাম্বুলে এসে অতিরিক্ত তুষারপাতের কারণে ঢাকায় আসা সম্ভব হয়নি। সোমবার অন্য একটি ফ্লাইটে দেশে আনা হয় হাদিসুরের মরদেহ।

প্রসঙ্গত, চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পড়ালেখা শেষে ২০১৮ সালে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন হাদিসুর। গত ২ মার্চ রকেট হামলায় মারা যান তিনি। এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ