মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সড়কের পাশে ত্রিপলের ছাউনিতে দিন কাটছে বন্যার্তদের

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাস্তার পাশে সিমেন্টের বস্তা কেটে সেলাই করে তৈরি ছাউনিতে গত ১০ দিন ধরে থাকছেন দক্ষিণ বরকাপন গ্রামের সারুখজান বেগম। ছাউনিটি মূলত তাঁর ভাইয়ের। স্বামীহারা সারুখজান ভাই আঞ্জব আলীর পরিবারের সঙ্গেই থাকেন।

সারুখজান প্রথম আলোকে বলেন, ‘আবো ঘরো হাঁটু বরাবর পানি। এরলায় ঘরো যারাম না। ইখানো খানি মিলের, কিন্তু টয়লেটো বাক্কা (প্রচুর) সমস্যা।’

সারুখজানের ভাষ্য অনুযায়ী, তাঁদের থাকার ঘরটি ছিল টিনের ছাউনি আর টিন দিয়ে তৈরি বেড়ার। তাতে ছিল বাঁশের খুঁটি। সেই ঘরটি বন্যার পানির স্রোতে ভেঙে গেছে। আর উঠানে এখনো প্রায় কোমরপানি।

বড়কাপন এলাকার বাসিন্দা ফখর মিয়া তাঁর স্ত্রী বেগম বাহার ও চার সন্তানকে নিয়ে ত্রিপলের ছাউনি নিচে ১০ দিন ধরে আছেন। কোনোমতে জানটা বাঁচিয়ে ঘর ছেড়েছেন জানিয়ে তিনি বলেন, ‘ঘরো চাউল আছিল ১০ কেজির লাহান। ধান আছিল ৫ বস্তা (প্রায় ৭ মণ)। বন্যার পানির আফালে (স্রোতের) চাউলের পাতিল ভাসায় লই গেছেগিয়া। পানিতে ভিজজা ধানে চারা অই গেছে।’

ফখর মিয়া বলেন, তাঁর ঘরের ভেতর এখনো প্রায় হাঁটুপানি আছে।
সুনামগঞ্জ সদর উপজেলার জনিগাঁও এলাকাতেও প্রায় ৩০টি পরিবারকে এভাবে রাস্তার পাশে ত্রিপল টানিয়ে থাকতে দেখা গেছে। কেউ কেউ আবার নিজেদের থাকার ত্রিপলের নিচেই গবাদিপশুও রাখছিলেন। তাঁদের অনেকে বলছেন ঘরের ভেতরে এখনো প্রায় হাঁটুপানি থাকায়, তাঁরা ঘরে ফিরতে পারছেন না।

এ ছাড়া বন্যার পানির স্রোতে অনেকের ভিটের মাটি ক্ষয়ে পানিতে ভেসে গেছে। কারও ঘর ভেঙে গেছে। ভিটার মাটি নরম হওয়ায়, হেলে পড়েছে কারও কারও ঘর।
জনিগাঁও এলাকায় পলিথিনের ছাউনিতে পরিবার নিয়ে গত ১১ দিন ধরে থাকছেন পিঠাখসি এলাকার বাসিন্দা শ্রমজীবী এরশাদ আলী। তাঁর ঘর একপাশে হেলে গেছে। কোনোমতে বাঁশের খুঁটি দিয়ে তা ঠেকিয়ে রাখা হয়েছে।

তাঁর ত্রিপলের ছাউনির ভেতরে একটি কাঠের চৌকি বসানো ছিল। এর ওপরেই টিনের চুলা রাখা। তাতে ভাত রান্না করছিলেন স্ত্রী ইসমত আরা। জানালেন, ত্রাণের কিছু চাল ছিল। সেটাই রান্না করছেন। তবে তরকারি রান্নার কিছুই নেই।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ