বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

স্বাস্থ্যবিধি মানতে ‘অনীহা’

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস মহামারীর দেড় বছর পর শুরু হয়েছে মাদ্রাসার ক্লাশও।

মেডিকেল কলেজ ছাড়া রোববার একযোগে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ শুরু হয়।

স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ শুরু করার বিষয়ে সরকার জোর দিলেও সরেজমিনে বিভিন্ন মাদ্রাসা ঘুরে স্বাস্থ্যবিধি মানতে ‘অনীহার’ চিত্র দেখা গেছে।

কোন কোন শ্রেণিতে দেখা গেছে, মুখে মাস্ক আছে। তবে দূরত্ব মানা হয়নি। আবার অনেক শ্রেণিতে দেখা যায়, দূরত্ব রেখে বসেছে কিন্তু মুখে মাস্ক নেই।

আবার কোন কোন শ্রেণিতে মাস্ক ও দূরত্ব কোনটাই মানা হয়নি।

কোন কোন শ্রেণিতে দেখা যায় যে, শিক্ষার্থীরা গা ঘেঁষে বসে শ্রেণি কক্ষে বসেছেন।

তবে অনেকদিন পর মাদ্রাসায় খোলায় খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

একটি মাদ্রাসার শ্রেনী কক্ষ। মাদ্রাসাটির স্বাস্থ্যবিধি মানার চিত্র সরেজমিনে দেখতে গেলে, প্রতিবেদককে কৌশলে ১৫-২০ মিনিটি বসিয়ে রেখে ছাত্রদের মাস্ক পরানোসহ বিভিন্ন অনিয়মের আলামত গোপন করা হয়।

লালবাগ জামিয়া কোরানিয়া আরাবিয়ার ‘দাওরা এ হাদিস’ বিভাগের শিক্ষার্থী আরমান হোসাইন বলেন, অন্যান্য মাধ্যমে অনলাইনে ক্লাশ চলেছে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা এই সুবিধা পায়নি।

তাই বন্ধ থাকা ক্লাশের ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া হবে তা নিয়ে শিক্ষকদের ভাবতে হবে।

তিনি বলেন, এক বছরের বড় বড় ছয়টি কিতাব পড়ে শেষ করতে হয়।

তবে ক্লাশ শুরু হয়েছে এতেই ছাত্ররা অনেক খুশি বলেন তিনি।

আরমানের মত একই অনুভূতি প্রকাশ করেছেন মেশকাত বিভাগের শিক্ষার্থী আবরারুল হক।

মোনতাসিরুল ইসলাম ইসলামবাগ মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষার্থী।

তার ভাই নেয়ামুল বলেন, অনেক দিন পর মাদ্রাসা চালু হওয়ায় তিনি খুশি।

সরজমিনে বিভিন্ন মাদ্রাসা ঘুরে দেখা গেছে রোববার পুরোদমে পাঠদান চলছে। তবে সব শিক্ষার্থীর মুখে মাস্ক দেখা যায়নি।

কোন কোন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ক্লাশ দুই সপ্তাহ আগেই শুরু হয়েছে।

তবে রোববার সব ছাত্র নিয়ে ক্লাশ শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ আবারিয়ার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিবুল্লাহ বলেন, ১২শত শিক্ষার্থী রয়েছে এবং সবাই আবাসিক।

১২ সেপ্টেম্বর থেকে দূর দূরান্ত থেকে কিছু শিক্ষার্থী চলে এসেছে। ওইসব শিক্ষার্থীদের নিয়ে কিছু ক্লাশ হয়েছে।

একই মাদ্রাসার শিক্ষক মাওলানা আলতাফ হোসাইন বলেন, ‘এবতেদায়ী’ থেকে ‘দাওরা এ হাদিস’ পর্যন্ত সব শ্রেণিতে রোববার ৮০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যবিধির বিষয়ে অনীহার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনীহা নেই, শ্রেণি কক্ষে জায়গায় সংকুলানের কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও কাছাকাছি বসতে হয়েছে। ছাত্ররা প্রায় সবাই মাস্ক পরেছে।

ইসলাম মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ৬০০ জন। এদের মধ্যে নুরানী, নাজেরা ও হেফজো বিভাগের ৪০০ শত আর বাকি ২০০ শিক্ষার্থী কিতাব ও ফতোয়া বিভাগের।

ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, মাদ্রাসা অনেক বড়। সুতরাং স্বাস্থ্য বিধি মানতে কোন সমস্যা হচ্ছে না।

লালবাগ বড় কাটারা জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা ৭০০ শত।

প্রাতিষ্ঠানটির প্রধান মোহতামিম আবুল হাসানাত বলেন, স্বাস্থ্য বিধি মেনে ক্লাশ চালানোর চেষ্টা করছি।

প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী শ্রেণিতে উপস্থিত ছিলো জানিয়ে তিনি বলেন, এই করোনাকালে শিক্ষার্থীর পড়াশোনার যে ক্ষতি হয়েছে। তা পুষিয়ে নেয়ার চেষ্টা চলছে।

করোনাভাইরাসের মহামারীতে ৫৪৩ দিন কার্যত ঘরে বন্দি থেকে রোববার সকাল থেকে স্কুলে-কলেজে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা স্কুল-কলেজের মত দীর্ঘ সময় বন্ধ হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদ্রাসা শিক্ষক বলেন, গড়ে ৬ মাসের মত মাদ্রাসার পড়াশোনা বন্ধ ছিল।

তিনি বলেন, শাওয়াল মাস থেকে মাদ্রাসার ক্লাশ শুরু হয়, গেছে মাত্র তিনমাস, বাকি নয় মাস। সুতরাং পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ