শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

স্কুল খোলা রাখার আহ্বান ইউনিসেফ’র

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

কোনো `অজুহাত’ ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে ও আনুষঙ্গিক ব্যবস্থা নিয়ে স্কুল খোলা রাখার জন্য বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ।

গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে শিশুদের ‘শেখার পথে’ ফিরিয়ে আনতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ‘কোনো অজুহাত নয়। স্কুল খোলা রাখুন। শিশুরা অপেক্ষা করতে পারছে না।’

করোনাভাইরাস মহামারির জন্য বিশ্বের স্কুলগুলো পুরোপুরি বা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে প্রায় ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘ওমিক্রন ধরনটি যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, এটি যাতে শিশুদের পড়াশোনাকে ব্যাহত করতে না পারে, সে জন্য সব ধরনের ব্যবস্থা নিতে আমরা সরকারগুলোর প্রতি আহ্বান জানাই।’ এ ক্ষেত্রে কিছু সুপারিশও করেছে ইউনিসেফ। সুপারিশ গুলো হলো- শিক্ষক ও স্কুলকর্মীদের অবিলম্বে টিকার আওতায় আনা, ডিজিটাল সংযুক্তির পেছনে বিনিয়োগ নিশ্চিত করা, প্রতিটি শিশুকে স্কুলে ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপ নেওয়া ও প্রতিটি কমিউনিটির প্রান্তিক শিশুদের ওপর বিশেষ নজর দেওয়া। সশরীরে স্কুলে যাওয়ার জন্য টিকাদানকে পূর্বশর্ত না করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘কোভিড-১৯ টিকাপ্রাপ্তি সাপেক্ষে সশরীরে স্কুলে যাওয়ার শর্ত আরোপ করলে তা শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ না পাওয়া ও ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হওয়ার ঝুঁকিতে ফেলে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ