শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সেমিতে নিউজিল্যান্ড, ভারতের বিদায়

spot_img
spot_img
spot_img

ক্রীড়া প্রতিবেদক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। তাদের গ্রুপে থেকে দ্বিতীয় দল হিসেবে সেমির লড়াইয়ে ছিল নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারত। অবশ্য ভারতের সম্ভাবনা শুরুতে না থাকলেও স্কটল্যান্ড ও আফগানদের সঙ্গে বড় ব্যবধানে জয়ের পর তাদের সেমির স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠে। তবে স্বাগতিকদের সেই স্বপ্ন চূর্ণ করে গ্রুপ দুই থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

আজ রোববার আবুধাবিতে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে কিউইরা। বাঁচা-মরার ম্যাচে আফগানদের ১২৪ রানে আটকে দেওয়ার পর ১ ওভার ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কেন উইলিয়ামসনরা। টানা চার জয়ে আট পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয়স্থানে কিউইরা।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে এসে ঝড়ো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ড্যারেল মিচেল। চতুর্থ ওভারের প্রথম বলে ১২ বলে ১৭ রান করে ফেরেন তিনি। পাওয়ার প্লে-টা ভালোভাবে কাজে লাগালেও এরপর চাপে পড়ে কিউইরা। প্রথম ৬ ওভারে ৪৫ করার পরের চার ওভারে তোলে মাত্র ২১ রান।

এরই মধ্যে বিদায় নেন মার্টিন গাপটিল। ২৩ বলে চার বাউন্ডারিতে ২৮ রান করে রশিদ খানের শিকার হন তিনি। এতেই টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ।

রানের চাপ না থাকলেও আফগান বোলারদের কৃপণ বোলিংয়ে বেশ কিছু সময় উইকেট কামড়ে পড়ে ছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ধীরে ধীরে হাত খুলে বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। তাকে সঙ্গ দেন ডেভন কনওয়ে। এই যুগলের প্রতিরোধী

এর আগে, টসে জিতে ব্যাট করতে আসেন দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে শাহজাদকে সাজঘরে ফেরান এডাম মিলনে। ১১ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। পরের ওভারের প্রথম আরেক ওপেনার জাজাইকে ফেরান ট্রেন্ট বোল্ট। মাত্র দুই রান করে ফেরেন তিনি।

নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি রহমানুল্লাহ গুরবাজও। টিম সাউদির লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ফেরার আগে ৯ বলে করেন ৬ রান। পাওয়ার প্লেতে তিন ব্যাটসম্যান হারানোর পর গুলবাদিন নাইবের সঙ্গে ছোট এক প্রতিরোধী জুটি গড়েন নাজিবুল্লাহ জাদরান। তাদের ৩৭ রানের জুটি ভাঙেন ইশ সোধি। ১৮ বলে ১৫ করে বোল্ড হয়ে ফেরেন নাইব।

দলের বিপর্যয়ে ঝড়ো ব্যাট করেন জাদরান। অন্যরা রান না পেলেও চার ছয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি। ৩৩ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় করেন ব্যক্তিগত অর্ধশতক। তাকে কিছু সময় সঙ্গ দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ নবী। এই যুগলের ৫৯ রানের জুটি ভাঙেন সাউদি। ২০ বলে ১৪ করে কট অ্যান্ড বোল্ট হন তিনি।

দীর্ঘক্ষণ থিতু হয়ে বসা জাদরানকে ১৮তম ওভারে এসে ফেরান বোল্ট। ৪৮ বলে ৬ চার ও তিন ছক্কায় ৭৩ রান করে জেমস নিশামের ক্যাচ হন তিনি। নতুন ব্যাটসম্যান করিম জানাতকেও সাজঘরে ফেরান এই পেসার। বল হাতে তিনটি উইকেট নেন বোল্ট। এ ছাড়াও দুটি উইকেট শিকার করেন সাউদি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ