শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

প্রাইভেটকারে জোড়া লাশ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সেগুনবাগিচায় গাড়ি মেরামতের গ্যারেজের সামনের সড়কে রাখা একটি প্রাইভেটকার থেকে দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা গাড়ি মেরামতের কাজ করতেন। নিহতরা দুজন আলাদা গ্যারেজের কর্মচারী।

যে গ্যারেজের গাড়ি থেকে ওই দুজনকে উদ্ধার করা হয়, সেই গ্যারেজের মালিক মো. বাচ্চু। তিনি জানান, তার মালিকানাধীনর ‘বাচ্চু অটোমোবাইলস নামের প্রতিষ্ঠান ওই গাড়িটি (ঢাকা মেট্রো-গ-১৬-০৮৮৫) মেরামত করছিলো। গাড়িটি তার গ্যারেজ সংলগ্ন সড়কের একপাশে রাখা ছিলো। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গ্যারেজে এসে ওই গাড়ির ভেতর তার দুই কর্মচারীকে অচেতন অবস্থায় পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন বাচ্চু। কর্তব্যরত চিকিৎসক পৌনে ১১টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

তারা হচ্ছেন- কুমিল্লা লালমাই উপজেলার উৎসব কদুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সিয়াম মজুমদার (২০) ও ফরিদপুর সদরপুর উপজেলার মুন্সিডাঙ্গা গ্রামের শেখ হানিফের ছেলে রাকিব (১৭)।

সেগুনবাগিচায় কুরবান মটরসে কাজ করত সিয়াম। থাকতো ধোলাইপাড়ে চাচা জহিরুল ইমলামের বাসায়। আর রাকিব বাচ্চুর মালিকানাধীন বাচ্চু অটোমোবাইলসে কাজ করতো। থাকতো বাচ্চুর নন্দীপাড়ার বাসায়।

গ্যারেজ মালিক মো. বাচ্চু ক্র্যাবনিউজকে জানান, ‘সিয়াম ও রাকিব দুজন বেশিরভাগ সময়ই রাতে বাসায় ঘুমাত। মাঝেমধ্যে গ্যারেজেও ঘুমাত। গতকাল (সেমাবার) তারা দুই জন গ্যারেজের সামনের সড়কের পাশে রাখা ওই প্রাইভেটকারে ঘুমিয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে গ্যারেজে গিয়ে দেখি প্রাইভেটকারের সামনের দুই সিটে পাশাপাশি ঘুমিয়ে রয়েছে তারা। প্রাইভেটকারের দরজা ভেতর থেকে বন্ধ এবং জানালা আটকানো ছিলো। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে গাড়িটির দরজা ভেঙে ভেতরে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন নেই। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ