শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সিরিজ বাঁচাতে বিকালে মাঠে নামবে বাংলাদেশ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে আজ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। হারারেতে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

কাগজে কলমে দুর্বল শক্তির দল জিম্বাবুয়ে। কিন্তু সেই দলের বিপক্ষেই প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে তরুণদের নিয়ে গড়া টাইগার একাদশ। সিকান্দার রাজা আর মাধভিরের দুর্দান্ত ফিফটিতে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের হার ১৭ রানে।

আগে ব্যাট করে ২০৫ রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে। ২০৬ রানের টার্গেটে নেমে ১৮৮ রানে থেমেছে টাইগাররা। বৃথা গেছে সোহানের ৪২ রানের দুর্দান্ত ইনিংস।

দিন বদলের মিশনে, ব্যাটিংয়ে অভিজ্ঞতার অভাব ছিল। তবে বোলিং ডিপার্টমেন্ট ছিল আগের মতোই শক্তিশালী। মুস্তাফিজ, তাসকিন, শরিফুলের সাথে নাসুম। তারপরেও, সেখানেই ব্যর্থতার গল্প।

তবে বলে ভেরিয়েশন ছিল না, ছিল না টাইট লাইন লেন্থ। শুরুতে উইকেট তুলে নেয়া গেলেও, বড় স্কোর করার সুযোগ ও সাহস পেয়েছে জিম্বাবুয়ে। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ শেষ করে সতীর্থদের ঘারে দোষ চাপাতে চাননা সোহান। শুধু ঘুড়ে দাঁড়ানোর কথাই বললেন।

তিনি বলেন, খুব ভাল একটা ম্যাচ হয়েছে। আমরা ১৫ রান বেশি দিয়েছি মনে হচ্ছে। ব্যাটাররা ভালই তাড়া করেছে। দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়াতে পারবো আশা করি।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে তান্ডব চালানো ছাড়া উপায় ছিল না। ১৭ রানের হারের পর কাঠগড়ায় তোলা যায় বিজয়কে। ২৭ বল খেলে করেছেন মাত্র ২৬ রান। সোহান-শান্ত ছাড়া অন্য কেউ আস্কিং রানরেইটের সাথে তাল মেলাতে পারেননি।

অধিনায়ক মনে করেন, উইকেট খুব ভাল। আমাদের বিশ্বাস ছিল যে আমরা এ রান তাড়া করে জিততে পারবো। সেটা হয়নি। কিছু জায়গাতে উন্নতি করতে হবে পরের ম্যাচে। ভুল থেকে শিক্ষা নিতে হবে দ্রুত। ২৪ ঘন্টা না পেরুতেই যে নামতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। আরো একবার হতাশা সঙ্গী হলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে।

প্রথম ম্যাচের ভুল যেন পরের ম্যাচে না হয়, সেজন্য সতর্ক তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে নতুনদের পরখ করে দেখতে, এই সফরে সিনিয়রদের বিশ্রাম দেয়া হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ