রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সিনহা হত্যা : চট্টগ্রাম কারাগারে প্রদীপ ও লিয়াকত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকতকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২৫ মিনিটে তারা চট্টগ্রাম কারাগারে পৌঁছান বলে নিশ্চিত করেছেন গণমাধ্যমকে কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি জানান, প্রদীপ কুমার দাশ ও লিয়াকতকে কারাগারের ৩২নং সেলে রাখা হয়েছে। কক্সবাজার জেল সুপার নেছারুল আলম জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় প্রিজন ভ্যানে বিশেষ নিরাপত্তায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপ এবং এসআই লিয়াকতকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়েছে। এখানে তাদের রাখতে আমাদের আইনি কোনো সমস্যা ছিল না। তবে বিভিন্ন দিক বিবেচনা করে তাদের চট্টগাম কারাগারে পাঠানোর নির্দেশ পাই।

আমরা তা পালন করেছি। উল্লেখ্য, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দিয়েছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। একইসঙ্গে আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ