বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা হয়েছে।
হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় গণসংহতি আন্দোলন সমন্বয়ক জোনায়েদ সাকি এ বৃহস্পতিবার আবেদন করেছেন।

গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের নিকট আবেদন করে। আবেদনটি নির্বাচন কমিশন পরের বছর ১৯ জুন নিবন্ধন করা যাবে না মর্মে অবহিত করে।

পরবর্তীতে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ সাকি উচ্চ আদালতে রিট দায়ের করেন।

উভয় পক্ষের শুনানী শেষে উচ্চ আদালত ২০১৯ সালের ৪ এপ্রিল আবেদন মঞ্জুর করেন এবং রায় ও আদেশের কপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিবন্ধনের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে উক্ত রায় ও আদেশের সত্যায়িত কপি যথাসময়ে নির্বাচন কমিশনে দাখিল করা হয় এবং আদালত থেকেও নিয়ম অনুযায়ী রায় ও আদেশের কপি প্রেরণ করা হয়।

আদালতের রায় ও নির্দেশ থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। এরপর বিভিন্ন সময়ে গণসংহতির পক্ষে বারবার যোগাযোগ করা হলেও কোন ফল না পাওয়ায় গত বছরের ১০ অক্টোবর আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। নোটিশপ্রাপ্তির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গণসংহতি আন্দোলনের পক্ষে মো. জোনায়েদ সাকি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ