মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সাবেক প্রধান বিচারপতি সিনহার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দায়ের থাকা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদক পরিচালক বেনজীর আহমদ সাক্ষ্য দিয়েছেন। তার সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ২৯ আগস্ট আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ঠিক করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন।
এই তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম। এ মামলায় ২২ জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়।
২০১৯ সালের ৯ ডিসেম্বর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আর গত বছরের ১৩ আগস্ট এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) চার কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়।

আজ কারাগারে থাকা তৎকালীন দ্য ফারমার্স ব্যাংক লিমিটেডের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিকে (বাবুল চিশতি) কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আদালতে হাজির ছিলেন জামিনে থাকা মামলার আসামি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিট প্রধান গাজী সালাহউদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীম, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় ও ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক এবং টাঙ্গাইলের মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা। এ মামলায় পলাতক আছেন চারজন। তাঁরা হলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, দ্য ফারমার্স ব্যাংকের গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন আসকারী, এস কে সিনহার কথিত পিএস রণজিৎ চন্দ্র সাহা ও রণজিতের স্ত্রী সান্ত্রী রায় (সিমি)।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ