শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সাফ : ২৩ সদস্যের স্কোয়াড বাংলাদেশের, বাদ এলিটা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সপ্তাহ খানিকের অনুশীলন শেষে সোমবার ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন বাফুফে কোচ অস্কার ব্রুজন। চূড়ান্ত ঘোষণায় বাদ পড়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলে। ফিফা ও এএফসি থেকে এখনো ছাড়পত্র না পাওয়ায় তাকে রাখা যায়নি দলে।

এছাড়া চূড়ান্ত দলে জায়গা হয়নি ডিফেন্সিভ মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা, ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু ও ডিফেন্ডার আতিকুজ্জামান।

অক্টোবরের ১ তারিখ থেকে মালদ্বীপে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৪ তারিখে দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে। তৃতীয় ম্যাচ মালদ্বীপের বিপক্ষে ৭ তারিখ এবং ১৩ তারিখে নেপালের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।

রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়।

মধ্যমাঠ: আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন।

আক্রমণভাগ: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, সুমন রেজা,জুয়েল রানা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ