মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সাদিয়ার মৃত্যু অপরাধী করে দেয়

spot_img
spot_img
spot_img

 সম্পাদকীয়

চোখের ডাক্তারের কাছে গিয়েছিলেন শেহেরিন মাহমুদ সাদিয়া। সাথে নানা ও মামা। ডাক্তার দেখানোর পর চশমাও কেনেন। এরপর বাসায় ফিরতে নানার হাত ধরে হেঁটে যাচ্ছিলেন চট্টগ্রামের হালিশহরের বাদামতল এলাকার দিকে। হঠাৎ পা ফসকে নালায় পড়ে যান সাদিয়া। সঙ্গে সঙ্গে নালায় ঝাঁপিয়ে পড়েন নানা ও মামা। খুঁজে পাননি। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। শুরুতে তারাও হদিস পায়নি। পরে সিটি করপোরেশনের এক্সক্যাভেটর আনা হয়। তারা প্রায় সাড়ে চার ঘণ্টা অভিযান চালিয়ে এক টন আবর্জনা পরিস্কার করে তুলে আনে সাদিয়ার মরদেহ।

এর আগেও চট্টগ্রামে এরকম মৃত্যুফাঁদে পড়ে শীলব্রত নামে এক জনের মৃত্যু হয়েছে। এরপর সম্প্রতি এমন নালায় পড়ে নিখোঁজ রয়েছেন ছালেহ আহমদ নামে সবজি বিক্রেতা। এরপর সাদিয়ার মর্মান্তিক মৃত্যু ঘটলো। এ দায় কী আমরা এড়াতে পারি।

কে সিটি করপোরেশন, কে ওয়াসা, কার এলাকা, দায় ছিলো কার- এসব দোষাদোষী কি সাদিয়া ফিরিয়ে দিতে পারবে? যে যাই বলি, এ মৃত্যু আমাকে অপরাধী করে দেয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ