শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সাতকানিয়ায় ২ চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের গোলাগুলি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে সপ্তম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্য করে দুই চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের মধ্যে গোলাগুলি, ধাওয়া পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভোটকেন্দ্রে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয় বলে জানা গেছে।

সোমবার সকাল ১০টার দিকে খাগরিয়া ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ও তাদের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। সংঘর্ষের পর দুই কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। তারা কেন্দ্র দুটিতে সাময়িকভাবে ভোট বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সোমবার সকাল ৮টা থেকে সাতকানিয়া উপজেলার ছদাহা, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা সোনাকানিয়া ও সদর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়।

এর মধ্যে পুরানগড়, মাদার্শা, কেঁওচিয়া ও সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ