রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সাজেকে পাহাড় ধসে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে পর্যটকরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির সাজেকে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে রাঙামাটি-বাঘাইছড়ি-সাজেক ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা।

বুধবার সকাল ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনা নন্দরাম পাড়ায় এ ঘটনা ঘটে। এতে মারাত্মক যানজটে আটকা পড়ে পর্যটকরা। তবে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতভর ভারী বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শুকনা নন্দরাম পাড়ায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে মারত্মক যানজটের সৃষ্টি হয় রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকুকু ও খাগড়াছড়ি জেলার সড়কে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রাঙামাটির বাঘাইহাট সেনা জোনের ২০ ইসিবি কনস্ট্রাকশনের সদস্যরা। মাটি অপসারণের কাজ শুরু করেন সেনাবাহিনীর ১৫ সদস্য।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, সেনা সদস্যরা মাটির অপসারণের কাজ করছে। আর পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। কাজের অগ্রগতি হয়েছে। দুপুর আড়াইটার মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ