বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সাকিবকে ছাড়া মাঠে কলকাতা রাইডার্স

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে টস জিতে এই ম্যাচে ফিল্ডিং নিয়েছে কলকাতা।

ভারতে আইপিএল স্থগিতের আগে প্রথম তিন ম্যাচ খেলার পরের চারটি থেকে বাদ পড়েন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে টানা ষষ্ঠ ম্যাচে সাকিব আল হাসানের অনুপস্থিতি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও জায়গা হলো না তার। সংযুক্ত আরব আমিরাত পর্বের শুরুতেও তাকে দেখা যায়নি। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের জায়গায় খেলছেন সুনীল নারিন। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। বরুণ চক্রবর্ত্তী ও আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিংয়ে ৯২ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে জিতে আত্মবিশ্বাসী কলকাতা।

অন্যদিকে এই পর্বে মুম্বাই শুরু করেছে চেন্নাই সুপার কিংসের কাছে হার দিয়ে। ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে তারা। জয়ে ফিরতে আজ চ্যাম্পিয়নরা হার্দিক পান্ডিয়া ও অধিনায়ক রোহিত শর্মাকে ফিরে পাবে কি না সেই প্রশ্ন থাকছে। অন্যদিকে কলকাতা তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে গেছে। আজকের ম্যাচেই দুই দলের বাকি পথ কেমন যাবে, সেই আভাস পাওয়া যেতে পারে।

কলকাতা ও মুম্বাইয়ের হেড টু হেডে আকাশ পাতাল তফাত। ২৮ ম্যাচ খেলে ২২টি জিতেছে মুম্বাই, আর সবশেষ ১৩ ম্যাচে ১২ জয়। এই আসরের প্রথম দেখায় ১০ রানে জিতেছিল মুম্বাই।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ