শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সরকারি চাল কালোবাজারে, গ্রেপ্তার ২

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
সরকারের খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচির (ওএমএস) চাল ও আটা কালোবাজারে বিক্রির সময় দুজনকে আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ভাষানটেকের বাগানবাড়ি এলাকা থেকে ৩৯ টন পণ্যসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন মো. শরিফুল ইসলাম ও মো. আবদুর রহিম। তাদের সঙ্গে থাকা একটি মিনিট্রাকও জব্দ করা হয়।

র‍্যাব-৪–এর অধিনায়ক মোজ্জাম্মেল হক বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে কালোবাজারে চাল ও আটা বিক্রি করছিলেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, এ চক্র রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকারি চাল ও আটার বস্তা সংগ্রহ করে।

পরে ওই বস্তা পরিবর্তন করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত শেষে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ