বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

‘সম্মানির আশায় বই লিখে জীবন এখন হুমকির মুখে’

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
সম্মানি দেয়ার আশ্বাস পেয়ে বই লিখে জীবন হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন উজ্জ্বল খান নামের এক ব্যক্তি। তার অভিযোগ, তিনি একজন কবি। এই বই লিখে তিনি সম্মানিতো পানইনি, উল্টা টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতির ভয়ে তিনি তটস্থ। প্রাণ হারানোরও ঝুঁকি রয়েছে তার। জীবন রক্ষায় তিনি প্রধানমন্ত্রী ও আইজিপির জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান উজ্জ্বল খান। এ সময় তার মা লতিফা খাতুন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে উজ্জ্বল খান জানান, গত ২০০৪ সালের ৩০ মে তৎকালীন জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আহমেদ হক শাতিল ও দলীয় কবি মাহমুদ কামালের প্ররোচনায় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘গ্রহণ কালের হাতিয়ার’ নামের কাব্যগ্রন্থ রচনা করেন। সেটি প্রকাশ পাওয়ার পর ছাত্রদলের সভাপতির সাথে দেখা হলে তিনি মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। পরে কামনা শীর্ষ শেখর নামের এক ব্যক্তির সাথে দেখা হলে তিনি বলেন বাড়াবাড়ি করলে আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। এরই মধ্যে ০১৭৯২৫৩০৭৪২ নম্বর থেকে কল দিয়ে তাকে বলে বি.এন.পির বিরুদ্ধে কোন কথা বলিস তাহলে হাত-পা কেটে মেরে ফেলবো। এরই মধ্যে তাদের মেরে ফেলার হুমকিতে টেনশনে তার হার্ট অ্যাটাক হয়। অভাবের কারণে তার মা-বাবা তাকে হাসপাতালেও নিতে পারেনি। পরে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতা লিখে লিফলেট আকারে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে লাগিয়ে দিলে দলীয় কবি মাহমুদ কামালসহ বিএনপি’র নেতাদের মাথায় আগুন ধরে যায়। তারা হুমকি দেয়া অব্যাহত রাখেন। গত ২০১৭ সালের ১২ অক্টোবর তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কবিতা লিফলেট আকারে প্রকাশ করার পর মাহমুদ কামাল ও নেতারা আরো ক্ষিপ্ত হয়ে যান।

তিনি আরো বলেন, বিএনপি নেতাদের মিষ্টি কথায় তাদের নেতাদের নিয়ে কবিতা লিখে যে পাপ করেছিলেন তার জন্য জীবন এমন দুর্বিসহ হয়ে পড়েছে। তিনি স্বপরিবারে হুমকি থেকে বাঁচাতে এবং কবিতা লেখা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের অনুরোধ জানান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ