শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সবজির ব্যাগে কষ্টি পাথরের মূর্তি

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বগুড়ার আদমদিঘীর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার জংশন স্টেশনের বটগাছের নিচে একটি সবজিভর্তি ব্যাগের ভিতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালিয়ে স্টেশনের বটগাছ তলায় যাত্রীদের বসার স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি বাজারের সবজিভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের একফ্রেমে জোড়া লাগনো ১০টি কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

মূর্তিটি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ