শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সংলাপে যাচ্ছে না জেএসডি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সংলাপকে ‘অর্থহীন’ অভিহিত করে সেই সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আজ শুক্রবার বিকেলে দলের সভাপতি আসম আবদুর রব নিজ বাসায় এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে দলের সিদ্ধান্ত জানান।

এর আগে উত্তরায় তার বাসায় দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সোমবার জেএসডির সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের সময়সূচি নির্ধারিত হলেও দলটি আজ শুক্রবার এই সিদ্ধান্ত নিলো তারা।

সংবাদ সম্মেলনের পর প্রস্তাবসহ একটি চিঠি জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক বঙ্গভবনে পৌঁছে দেন বলে জানান আসম আবদুর রব। তিনি বলেন, ‘সংলাপ হবে নির্বাচন কমিশন নিয়ে নয়, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে। আমরা বিশ্বাস করি, দলীয় সরকারের অধীনে দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারেন্টি এখন অতীব গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে আমরা ইতিমধ্যে জাতীয় সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছি।’

আসম রব বলেন, ‘যেহেতু বর্তমান সরকার সংবিধানের ইচ্ছা আকাঙ্ক্ষা ও সংকল্পের প্রতিনিধিত্ব করে না, অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনরত নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন করে গায়েবী মামলা দিচ্ছে এবং পুরনো মামলার সূত্র ধরে আবারো গ্রেপ্তার শুরু করেছে। সেহেতু শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন নিরপেক্ষ নির্বাচনের জন্য কোনো গ্যারেন্টি বা সমাধান নয়।’

আসম রব আরও বলেন, ‘বাস্তবতার পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে জেএসডি অংশ গ্রহণ করছে না। এই ধরনের সংলাপ রাষ্ট্রপতির মর্যাদা সুরক্ষার উপযোগীও নয় বলে আমরা মনে করি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন, জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, তৌহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা কামাল পাটোয়ারী ও বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ