বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সংক্রমণ বাড়লে ফের লকডাউন : স্বাস্থ্যমন্ত্রী

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে ফের লকডাউন আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, আমাদেরকে কিছু কঠোর পদক্ষেপের দিকে যেতে হতে পারে। দোকানপাট, হাট-বাজার এবং বিভিন্ন অফিস-আদালতে দেখছি, সেভাবে কেউ মাস্ক পরছে না। এটা দুঃখজনক।’

মানিকগঞ্জ হাসপাতালের নার্সিং কলেজে করোনাভাইরাসের বুস্টার টিকাদান অনুষ্ঠানে শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে, যাদের সবাই ঢাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার বিকেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ৩৭০ জনের শরীরে। এ সময়ে মৃত চারজনের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি ছিলেন।

সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্কই মূল হাতিয়ার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন হয়তো আপনার মৃত্যুর ঝুঁকি কমাবে কিন্তু সংক্রমণ থেকে ভ্যাকসিন সেভাবে সুরক্ষা দেয় না। কাজেই মাস্কই সংক্রমণে সুরক্ষা দেবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

বুস্টার ডোজ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘যারা দেশে ষাটোদ্ধো ব্যক্তি, ফ্রন্টলাইনার, ডাক্তার, নার্স, তাদের জন্য এ ডোজের ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে এর কার্যক্রম শুরু হলো।’

‘আমরা চাইনা ওমিক্রনের ধরন আমাদের দেশ ছড়িয়ে পরুক। এই ধরনকে রুখতে হলে সব ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।’

করোনার টিকাদানে সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ‘আফ্রিকায় দেড়শ’ কোটি মানুষ বসবাস করে। সেখানে মাত্র সাড়ে সাত কোটি টিকা দিয়েছে। আর আমাদের সতের কোটি মানুষের মধ্যে প্রায় সাত কোটি সাইত্রিশ লাখ মানুষকে টিকা দিয়ে ফেলেছি।’

বুস্টার টিকাদানের সময় স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রশাসনের প্রফেসর শামিউল ইসলাম, ইপিআর লাইনের পরিচালক মো. শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন লুৎফর রহমান ও সদর হাসপাতালে তত্ত্বাবোধায়ক আরশ্বাদ উল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ