মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শ্রীলংকার কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচে পুঁচকে নামিবিয়ার কাছে হেরে লজ্জায় ডুবেছিল শ্রীলংকা। এশিয়া চ্যাম্পিয়নদের এমন করুণ দশা মেনে নেননি অনেকে।

কিন্তু এর পরের ম্যাচগুলোতেই নিজেদের ফিরে পেয়েছে দ্বীপরাষ্ট্রটি।

তারই ধারাবাহিকতা আজ দেখালেন দাসুন শানাকারা। রোববার সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে পাত্তাই দিল না শ্রীলংকা।

৩০ বল বাকি থাকতেই আইরিশদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দাসুন শানাকার দল।

বেলেরিভ ওভালে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

হাসারাঙ্গা ও থিকসানার ঘূর্ণিজাদুতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

আর ১৫ ওভারেই ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভাকে হারিয়ে ১৩৩ রান জমা করেছে শ্রীলংকা।

৮ম ওভারের দ্বিতীয় বলে ধনাঞ্জয়াকে সাজঘরে ফিরিয়ে ৬৩ রানের ওপেনিং জুটি ভাঙেন ডিলানি।

২৫ বলে ৩১ রান করে আউট হন ধনাঞ্জয়া। এরপর আসালাঙ্কাকে সঙ্গে দিয়ে বাকিটা পথ পাড়ি দেন ওপেনার কুশল মেন্ডিস।

৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন মেন্ডিস। ওয়ান ডাউনে নামা চারিথ আসালাঙ্কা ২২ বলে ৩১ রান করেছেন।

এর আগে বল হাতে হিসেবি বোলিং করেছেন লংকান বোলাররা।  সবচেয়ে কম রান দিয়েছেন থিকসানা। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছেন তিনি। ২৫ রান দিলেও দুটি উইকেট পেয়েছেন দলের সেরা স্পিনার হাসারাঙ্গা।

অবশ্য আইরিশ শিবিরে প্রথম ভাঙনটা ধরান পেসার লাহিরু কুমারা। দলের দ্বিতীয় ওভারে প্রথম বলটি করতে এসেই ওপেনার অ্যান্ডি বালবির্নিকে (১ রান) বোল্ড করে দেন তিনি।  দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড।

৫ম ওভারে লরকান টাকারকে ১১ বলে ১০ রানে সাজঘরে ফেরান থিকসানা।  পরের ওভারটিতে ১৬ রান তুলেন আইরিশ তারকা পল স্টার্লিং।  করুণারত্নের ওই ওভারে ১৬ রান তুলেন গত ম্যাচের দুর্দান্ত পারফরমার।

ফলে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলে আয়ারল্যান্ড।  হ্যারি টেকটরকে সঙ্গে নিয়ে দারুণভাবে এগিয়ে যান স্টার্লিং।  তবে বেশি দূর যেতে পারেননি তিনি।

নবম ওভারে ধনাঞ্জয়া ডি সিললার ৪র্থ ডেলিভারিতে ডিপ এক্সট্রা কভারে ক্যাচ তুলে দেন স্টার্লিং।  ভানুকা রাজাপাকসে তা লুফে নিলে ২৫ বলে ৩৪ রানে থামেন এ আইরিশ তারকা।

স্টার্লিংয়ের সাজঘরে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তেই থাকে আয়ারল্যান্ডের।  ১০ম ওভারের শেষ বলে মিডলঅর্ডার ব্যাটার ক্যাম্পারকে সাজঘরে ফেরান করুণারত্নে।  পয়েন্টে আসালাঙ্কার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে মাত্র ২ রান করেছেন তিনি।

এরপর আর কোনো বিপদ না ঘটিয়ে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ১০০ স্পর্শ করেন টেকটর। ১৭তম ওভারে থিকসানার বলে ডকরেল আউট হলে জুটি ভাঙে ৫০ রানের। থিকসানার বলে সরাসরি বোল্ড হয়ে ডকরেল ফেরেন ১৬ বলে ১৪ রান করে।

১৮তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন হ্যারি টেকটরও।  ফারনান্দোর বলে শানাকার হাতে তালুবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৪৫ রান, যা দলের হয়ে সর্বোচ্চ।

১৯তম ওভারে দুটি উইকেট শিকার করেছেন স্পিনার হাসারাঙ্গা।  এ সময় আয়ারল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১২০ রান।

 শেষ ওভারে ৮ রান তুলতে পারেন টেল এন্ডার সিমি সিং।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ