রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শ্রদ্ধার ফুলে চোখের জলে সাগর বিশ্বাসকে বিদায় জানালো ক্র্যাব

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য, ইংরেজি দৈনিক ‘নিউ নেশন’ পত্রিকার নির্বাহী সম্পাদক প্রয়াত সাংবাদিক সাগর বিশ্বাসকে চোখের জলে ফুলে ফুলে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মীরা। শেষবারের মতো দেখে নিলেন প্রিয় সহকর্মীর মুখখানি।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তাঁর চিরচেনা ক্র্যাব চত্বরে আনা হয় তার নিথর দেহ। এরপর ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুর নেতৃত্বে ক্র্যাব নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তাঁর মরদেহে, তাঁর শেষ যাত্রায়। এ সময় ক্র্যাব চত্বরে কান্নাভেজা শোকার্ত আবহ তৈরি হয়। একে একে সহকর্মীরা শেষবারের মতো দেখে নেন তাদের প্রিয় সাগর বিশ্বাসকে। এরপর বেদনায় বুকভাঙা বুকে বিদায় দেন দীর্ঘ বছরের সহকর্মীকে।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল সাগর বিশ্বাসের শোকার্ত পরিবার, স্বজনকে শান্তনা দেন। আশ্বাস দেন পাশে থাকার। বলেন, ক্র্যাব সবসময়ই সাগর বিশ্বাসের পরিবারের সাথে আছে, প্রতিদিন-চিরদিন। কান্না ধরে রাখতে পারছিলেন না ক্র্যাব সভাপতিও। এ সময় ক্র্যাব সাধারণ সম্পাদকসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও সিনিয়র সদস্যসহ সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষ শ্রদ্ধা নিবেদনের পরে সাগর বিশ্বাসের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামে রওনা দেন স্বজনরা। সেখানেই তাকে দাহ করা হবে, সম্পন্ন করা হবে অন্ত্যেষ্টিক্রিয়া। এর আগে জাতীয় প্রেস ক্লাবেও সাগর বিশ্বাসকে শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত, রাজধানীর মিরপুরের বাসা থেকে অফিসে যাওয়ার পথে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান সহকর্মীরা। কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টায় তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। সাগর বিশ্বাস স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

দীর্ঘদিনের কর্মজীবনে  জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) স্থায়ী সদস্য পদ লাভ করেন। বর্নাঢ্য কর্মজীবনে নিউ নেশন পত্রিকা ছাড়াও একাধিক গণমাধ্যমে কাজ করেছেন।

সাগর বিশ্বাসের পরলোক গমনের খবর এলে ক্র্যাব সদস্যসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার আত্মার শান্তি কামনা করে তাৎক্ষণিক ক্র্যাব কার্যনির্বাহী কমিটির পক্ষে শোক জানিয়েছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। তারা সাগর বিশ্বাস’র  শোকার্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ রাত ৮টায় তার স্বর্গীয়দেহ শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেস ক্লাবে আনা হয়। সেখান থেকে সাগর বিশ্বাস’র চিরচেনা ক্র্যাব কার্যালয়ে নেওয়া হবে সহকর্মীদের শেষ দেখা আর ফুলে ফুলে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ