মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ঝিনাইদহের শৈলকুপায় এক দিনের ব্যবধানে আবারও নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জসিম (৩৫) ভাটবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থক। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মামুন ও বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মামুনের এক সমর্থক নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে আধিপত্য নিয়ে মামুন ও টিপুর সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। গতকাল উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে শনিবার বিকেলে মামুনের সমর্থক জসিম ও মিলনকে ছুরিকাঘাত করা হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মুক্তার হোসেন বলেন, জসিম ও মিলন বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে তাদের ওপর হামলা চালানো হয়।

নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন বলেন, ‘বিদ্রোহী প্রার্থী টিপুর সমর্থকরা জসিম ও মিলন নামে আমার দুই সমর্থককে ছুরিকাঘাত করে।’ তবে বিষয়টি নিয়ে জুলফিকার কায়সার টিপুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে বলে জানান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ