শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের তিনদিন পর ৭ বছর বয়সী শিশু আল-আমিনের বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ওই তিনজনকে গ্রেপ্তার করে। তারা হত্যাকান্ডে সরাসরি জড়িত বলে দাবি করেছে পিবিআই।

পিবিআই সদর দপ্তর সূত্র জানায়, গ্রেপ্তার তিনজনই এই শিশুর হত্যাকান্ডে সরাসরি জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার পিবিআই সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মানিকগঞ্জের স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, মঙ্গলবার দুপুরে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি এলাকায় একটি পরিত্যক্ত ভিটা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আল-আমিন বলধারা ইউনিয়নের বড়বাকা গ্রামের কাতার প্রবাসী শহিদুল ইসলামের পুত্র। সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন শহিদুল। আল-আমিন স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।

পুলিশ সূত্র জানায়, ২৮ আগস্ট শনিবার সকালে আল-আমিন বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। ওই রাতে সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা।

পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেরুন্ডি এলাকায় একটি পরিত্যক্ত ভিটায় বস্তাবন্দি শিশুর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ওই থানায় হত্যা মামলা দায়ের হয়।

হত্যা রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে পিবিআই। একপর্যায়ে ওই তিনজনকে গ্রেপ্তারের খবর জানালো পিবিআই।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ