শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শিশুকে পাতিলে ভাসিয়ে পোলিও খাওয়াতে নিলেন বাবা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
লাগাতার বৃষ্টিতে গ্রামের মাটির রাস্তা পানিতে টইটম্বুর। মোটকথা সেটি এখন জলাশয়। বাড়িগুলোকে মনে হবে, হাওড়ের ভিতরে কোন জলযান।

এমন পরিস্তিতর মধ্যেই সদ্য বাবা হওয়া নিজামুদ্দিন মোল্লা তাই কার্যত ঘরবন্দি। তারই মধ্যে রোবাবর সকালে পোলিও খাওয়ানোর জন্য শিশুকে নিয়ে আসার ডাক পড়েছে স্বাস্থ্যকর্মীদের কাছ তেকে।

এ তথ্য জানার পর পানি আটকে রাখতে পারেনি ব্যাগ তৈরির কারিগর নিজামুদ্দিনকে। নবজাতককে বড় মুখওয়ালা অ্যালুমিনিয়ামের পাতিলে শুইয়ে জলে ভাসিয়ে পোলিও টিকা খাওয়াতে নিয়ে গেলেন তিনি। তার স্ত্রীর ঘাড়ের উপর তুলে তাদের আড়াই বছর বয়সী আরেক সন্তানকেও নিয়ে এলেন পোলিও খাওয়াতে।
ভারতের দক্ষিণ ২৪ পরগনার সিংহেশ্বর গ্রামের ঘটনা এটি। এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকার অনলাইন।

খবরে বলা হয়েছে, ভারী বর্ষনে ওই এলাকার কোথাও কোমরসমান, কোথাও হাঁটুসমান জলে নেমে বাচ্চাদের পোলিয়ো টিকা খাওয়াতে খাওয়াতেই নিজামুদ্দিনদের এলাকায় পৌঁছে গিয়েছিলেন আশাকর্মী সোনালি প্রধান এবং এএনএম (২) নমিতা হালদার। তারা ছিলেন একটু উঁচু মূল রাস্তায়। এর পরে যে-মাটির রাস্তা ধরে নিজামুদ্দিনের বাড়ির সামনে যেতে হবে, সেখানে প্রায় এক কোমর জল। আর ওই যুবকের বাড়ির সামনে জল বুকসমান। তাই ঝুঁকি নেননি সোনালি-নমিতারা। তারা বললেন, “আমরা প্রায় হাঁটুজলে দাঁড়িয়ে ডাক দিলাম। কারণ তার পরে জল এত বেশি যে, পোলিয়ো বাক্স নিয়ে যাওয়া মুশকিল।”

তা বলে বাচ্চাকে হাঁড়িতে শুইয়ে পোলিও! কল্পনাও করতে পারেননি ওই স্বাস্থ্যকর্মীরা। সোনালি জানাচ্ছেন, আচমকাই তারা দেখেন, জলে ভাসানো একটি হাঁড়ি ধরে ধীরে ধীরে এগিয়ে আসছেন নিজামুদ্দিন। পিছনে অন্য এক জনের কাঁধে তার বড় ছেলে। সোনালি বলেন, “প্রথমে চমকে উঠেছিলাম। পরে বুঝলাম।’

নমিতা জানান, শিশুকে ওই ভাবে আনতে দেখে তারাও মূল রাস্তা থেকে নেমে কিছুটা এগিয়ে যান। নিজামুদ্দিনের কাছে জানতে চান, “হাঁড়িতে করে কেন?” বছর সাতাশের নীজামুদ্দিন তাদের জানান, স্ত্রী সাফিয়া খাতুনের জল ঠেলে আসার ক্ষমতা নেই। আবার তিনি নিজেও ১৫ দিন বয়সের ছেলেকে কোলে নিয়ে জল ঠেলে আসতে ভয় পাচ্ছিলেন। কোনও ভাবে বাচ্চা যদি পড়ে যায়! তাই আশাকর্মীদের ডাক শুনেই বাড়িতে থাকা বড় মুখের হাঁড়িতে ছেলেকে কাঁথায় মুড়িয়ে শুইয়ে নিয়ে আসার পরিকল্পনা করেন নিজামুদ্দিন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ