শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শিল্পমন্ত্রীর সাথে জাপান-ডেনমার্ক রাষ্ট্রদূতের সাক্ষাৎ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে আজ বিকেলে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে তারা নিজ-নিজ দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষযে আলোচনা করেন। বৈঠকে শিল্পসচিব জাকিয়া সুলতানা, জাপান ও ডেনমার্ক দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপানের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি দু’দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার জন্য জাপানি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট প্রস্তাব পেলে বাংলাদেশ সরকার তা যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করবে।

এ বিষয়ে জাপানের রাষ্ট্রদূত নতুন সার কারখানা স্থাপন এবং অটোমোবাইল ফ্যাক্টরি স্থাপনে জাপানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ডেনমার্কের সাথে বাংলাদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত পিটারসেন’কে জানান, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ