বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শিক্ষা প্রতিষ্ঠান খুলতে কাজ চলছে : মন্ত্রিপরিষদ সচিব

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
দ্রুততম সময়ে শিক্ষার্থীদের টিকার আওতায় এনে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।
দ্রুততম সময়ে শিক্ষার্থীদের টিকার আওতায় এনে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।
মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঠিক করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি।

করোনাভাইরাস মহামারীর কারণে দেড় বছর ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না, তা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এর আগে সচিব সভায় নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আজকেও কথা হয়েছে। তারা প্রোগ্রাম ঠিক করছে- কীভাবে, যত তাড়াতাড়ি সম্ভব…তারা আপনাদের সঙ্গে ব্রিফিংয়ে বসবে। পাবলিকলি বলে দেবে।”

বৈঠকে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ-ভাতা) আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এটাও অধ্যাদেশ ছিল। এটাতেও নতুন কোন বিধান অন্তর্ভুক্ত করা হয়নি, আগে যেটা ছিল সে অনুযায়ীই। এটাকেও পুরো অনুমোদন দেওয়া হয়েছে। শুধু ছোটোখাট অ্যামেনমেন্ড (সংশোধন) হয়েছে। যেমন আগে দৈনিক ভাতা ৫০০ বা সাড়ে ৫০০ টাকা ছিল, সেখানে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে।”

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ