শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শিক্ষাপ্রতিষ্ঠান এই মুহূর্তে বন্ধ হবে না : শিক্ষামন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠান এখন এই মুহূর্তে বন্ধ হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে যাদের ঝুঁকি বেশি তাদেরকে বাসায় বসে অনলাইনে ক্লাস করার পরামর্শ দিয়েছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সোমবার (১০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলাম তার থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি। তখন কোন টিকা ছিল না, এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করা হবে। সীমিত পরিসরেই শিক্ষাপ্রতিষ্ঠান চলবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সাতদিন পর আবার বসব। পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদি কখনো মনে হয় বন্ধ করতে হবে, তখন বন্ধ করে দিব। তিনি বলেন, কিছু শিক্ষার্থী থাকতে পারে যাদের ঝুঁকি বেশি, তাদের প্রতি অনুরোধ তারা অনলাইনে ক্লাস করবেন। তাদের প্রতিষ্ঠানে না আসতে অনুরোধ করেন মন্ত্রী।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯৫ ভাগের বেশি টিকা দেওয়া হয়েছে বলেও জানান ডা. দীপু মনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ