রবিবার | ২২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তবে যাত্রীরা নিরাপদে আছেন।

বুধবার রাতে জরুরি অবতরণের সময় ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হলেও নিরাপদেই নেমেছে উড়োজাহাজটি।

শাহ আমানত বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, “সমস্যা হয়েছিল। ৯টা ৪২ মিনিটে নিরাপদে ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।”

ড্যাশ-৮ উড়োজাহাজটি ৪৬ জন যাত্রী নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট কন্ট্রোল টাওয়ারকে ল্যান্ডিং গিয়ারে সমস্যার কথা জানান। এরপরই বিমানবন্দরে জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিলউদ্দীন বলেন, একটা বিমান ল্যান্ড করতে পারছে না এরকম খবর তাদের দেওয়া হয় শাহ আমানত থেকে। তারা কয়েকটি ইউনিট সেখানে পাঠান।

বিমানটি সাড়ে ৮টায় শাহ আমানতে অবতরণের কথা ছিল। কিন্তু এক ঘণ্টারও বেশি সময় পরে রাত ৯টা ৪২ মিনিটে সেটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ফলে রওনা হওয়ার কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে ফিরে আসতে হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আনিসুর রহমান বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে তাদের জানানো হলে তাদের গাড়িগুলো ফিরে আসে।

মাত্র একদিন আগে মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার বিমান বন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশের একটি বোয়িং- ৭৩৭ উড়োজাহাজ গরুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই উড়োজাহাজটিতেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক জরুরি প্রস্তুতি নেওয়া হলেও উড়োজাহাজটি নিরাপদেই অবতরণ করে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ