শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শাহবাগে প্রতীকী লাশ নিয়ে মিছিল, কাল সারাদেশে মানববন্ধন

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়কের দাবিতে আগামীকাল রোববার রাজধানীর শাহবাগ থেকে প্রতীকী লাশের মিছিল এবং সারাদেশে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ শনিবার রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন।

সেসময় আন্দোলনরতদের পক্ষে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হক রামিম সাংবাদিকদের বলেন, ‘৯ দফা দাবিতে আমরা আগামীকাল শাহবাগ থেকে প্রতীকী লাশের মিছিল করব। পাশাপাশি সারাদেশে শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে শান্তিপূর্ণ মানববন্ধন করবে।’

এই ৯ দফা দাবি পূরণ না হলে আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশের মাধ্যমে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান শিক্ষার্থীরা। এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের পাশে ফুটপাতে অবস্থান নেন। পরে সড়কে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে তারা লাল কার্ড প্রদর্শন করেন। তবে আজ তাদের সড়ক অবরোধ ও গাড়ির লাইসেন্স চেক করতে দেখা যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে।

নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়াসহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন ধরে তারা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ