শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শাহজালালে দুই লাগেজে কোটি টাকার সোনা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি লাগেজের ভেতর কোটি টাকার সোনা পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেনটিভ) মো. সানোয়ারুল কবির।

তিনি জানান, গতকাল মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের লাগেজ বেল্ট ৩ এবং ৪ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি লাগেজ পড়ে থাকতে দেখা যায়। এরপর দুটি লাগেজ স্ক্যানিং করা হয়। ব্যাগেজ স্ক্যানিংকালে ব্যাগের ভেতর সোনার অস্তিত্ব পাওয়া।সানোয়ারুল কবির আরও জানান, পরবর্তী সময়ে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগে থাকা তালার ভেতর থেকে সোনার ১৬টি বার মালিক বিহীনভাবে উদ্ধার করা হয়। যার ওজন ১ দশমিক ৮৬০ কেজি (এক কেজি আটশত ষাট গ্রাম)। জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার ) টাকা। জব্দকৃত সোনার বিষয়ে কাস্টমস ও ফোজদারি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ