মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শর্তসাপেক্ষে বেসরকারি খাতে ৬ লাখ টন চাল আমদানির অনুমোদন

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ঊর্ধমুখী চালের বাজার নিয়ন্ত্রণে শুল্কহার কমানোর পর কিছু শর্ত সাপেক্ষে ধাপে ধাপে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার; ইতোমধ্যে বিদেশ থেকে ৬ লাখ ১৩ হাজার টন আনার অনুমোদন দেওয়া হয়েছে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, “চালের চাহিদা ও বাজার নিয়ন্ত্রণের বিষয়টি খাদ্য মন্ত্রণালয় দেখছে। তারা চাল আমদানির যত চাহিদাপত্র দিচ্ছে সেগুলোর সবই ধাপে ধাপে অনুমোদন দেওয়া হচ্ছে।

চালের বাজারের ঊর্ধমুখী প্রবণতা নিয়ন্ত্রণের জন্যই সরকারকে চাল আমদানি করতে হচ্ছে বলে জানান তিনি।

খাদ্য মন্ত্রণালয় রোববার ৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬ হাজার টন সেদ্ধ চাল এবং ১৬ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন দেয়।

এর আগের দিন ৯২টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩ লাখ ৫৮ হাজার টন সেদ্ধ চাল এবং ৩৩ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান বলেন, “আগামী ২৫ অগাস্ট পর্যন্ত চাল আমদানির অনুমোদন দেওয়ার চিন্তা করছে সরকার। কিন্তু ইতোমধ্যেই চাল আমদানি নিয়ে ব্যবসায়ীদের আগ্রহ কমে এসেছে।

“এর আগে আমনের মৌসুমে বেসরকারিভাবে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে ব্যবসায়ীরা বরাদ্দের সব চাল আমদানি করেননি।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ