শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শফী-বাবু নগরীর শূণ্যপদ পূরণে বৈঠক

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় পরিচালনা কমিটির (শুরা) বৈঠক শুরু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসায় এই বৈঠক শুরু হয়।

 শুরা কমিটির সদস্য ফতেপুর নাছেরুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, বৈঠকে মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হবে।

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী মাদ্রাসাটির মহাপরিচালক ছিলেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর তিনি মারা যাওয়ায় পদটি শূন্য হয়। তার মৃত্যুর পর শুরা কমিটির পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনায় এককভাবে কাউকে দায়িত্ব না দিয়ে তিন জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব দেয়া হয়।

এদিকে গত ১৯ আগস্ট মারা যান মাদ্রাসার শায়খুল হাদিস হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।

মাদ্রাসার গুরুত্বপূর্ণ দুই পদে থাকা দুই শিক্ষকের মৃত্যু, মহাপরিচালক পদ শূন্যসহ সব পদে দায়িত্ব বণ্টনের জন্য শুরা কমিটির বৈঠক ডাকা হয়।

 শুরা কমিটির সূত্র জানায়, মাদ্রাসার মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ আটটি পদে শিক্ষকদের মধ্য থেকে দায়িত্ব বণ্টন করা হবে বলে জানা গেছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ