শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শতকোটি টাকা ঋণ নিয়ে ১০ বছর আত্মগোপন, শেষে পুলিশের জালে

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
সরকারি-বেসরকারি কয়েকটি ব্যাংকের ১০০ কোটি টাকা আত্মসাতের পর ১০ বছর আত্মগোপনে থাকা এক ব্যবসায়ী ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।

শনিবার বিকালে হোসাইন হায়দার আলী (৫০) নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

এর আগে শুক্রবার বিকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন।

তিনি বলেন, বসুন্ধরা এলাকায় গ্রেপ্তার ব্যক্তির বাড়ি ও ফ্ল্যাট আছে।

গ্রেপ্তার হোসাইন হায়দার চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লাভলেইন আবেদিন কলোনি এলাকার বাসিন্দা মৃত হায়দার আলী জিওয়ানীর ছেলে।

এ কলোনি থেকে একটু দূরের জুবিলি রোডে মেসার্স জুবলি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ছিল তার। ঢাকায় পাড়ি দেওয়ার দেওয়ার আগে তিনি পণ্য আমদানি-রপ্তানির ব্যবসা করতেন বলে জানান ওসি নেজাম।

তিনি বলেন, ‘হোসাইন হায়দার আলী ব্যবসা দেখিয়ে যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে প্রায় ১০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা আত্মসাত করে তিনি আত্মগোপনে যান। এই সংক্রান্ত ব্যাংকের করা পাঁচটি মামলায় তার সাজা পরোয়ানা আছে। অন্য ছয়টি মামলায় তার নামে ওয়ারেন্ট আছে।’

পুলিশ কর্মকর্তারা জানান, ১০ বছর আগে ঢাকায় গিয়ে হোসাইন হায়দার আলী বসবাস শুরু করেন। কোতোয়ালী থানায় আদালতের বিভিন্ন গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা আসলেও চট্টগ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পায় পুলিশ।

ব্যাংকের টাকা পরিশোধ না করে আত্মগোপনে থাকায় এ ব্যবসায়ীর হদিস পায়নি পুলিশ। দীর্ঘদিন থেকে তার খোঁজ পাওয়ার চেষ্টা চলছিল বলে জানান কর্মকর্তারা।

পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন পরিবারসহ তিনি ঢাকায় অবস্থান করছেন।

শনিবার গ্রেপ্তার হোসাইন হায়দার আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ